শিকড়ের সন্ধানে

“ইয়া বানী ইসরঈল…” আর “হে আহলে কিতাব…” কথাগুলো সূরা বাক্বারা ছাড়াও অন্য অনেক সূরাতেই ব্যাপকভাবে খুঁজে পাওয়া যায়। কিন্তু যেই কিতাবে এই কথাগুলো এসছে তাঁর পাঠক কিন্তু মূলত মুসলিমরা, ইহূদি, খ্রীষ্ঠানরা নয়!
‘শিকড়ের সন্ধানে’ বইটিতে এই আহলে কিতাবদের শিকড়ের সন্ধান করা হয়েছে আল-কুর্আন থেকে, আর দেখানো হয়েছে কিভাবে তাদের ঘটনাগুলো মুসলিমদের জন্য শিক্ষা হতে পারে।
বইটির লেখা শৈলী এত চমৎকার যে এক পৃষ্ঠা পড়লে পাঠক আর পুরা বই না পড়ে উঠতে পারবেন না, মা শা আল্লাহ। এই বইটি পড়ার পর আশা করি আল-কুর্আনের পাঠক-সংখ্যা বেড়ে যাবে, আর ইতোমধ্যে যারা কুর্আন-পাঠক তারা পেয়ে যাবেন অনেকগুলো খটকার উত্তর।
আর তাই, মাদরাসাতুল ইল্ম মনে করে বইটি প্রত্যেকেরই পড়া উচিত।
মূল্য:
- ২৮০ টাকা + ডেলিভারী চার্জ (৬০~১৫০ টাকা)