আরবী বর্ণ চিনি ও আরবী পড়তে শিখি

কুরআন পড়তে শেখাতে যে বইটি শুরুতেই শিশুর হাতে তুলে দিতে হয়, তা হচ্ছে, ‘কায়দা বই’। ‘মাদ্রাসাতুল ইল্‌ম’ এক্ষেত্রে ‘কায়দা মাক্কিয়াহ’ নামক কায়দা বইটি ব্যবহার করে থাকে। ‘মাদানী ছাপার মুসহাফ’টি পড়তে এই কায়দা বইটি বিশেষভাবে উপযোগী। এই পেইজ থেকে ‘কায়দা মাক্কিয়াহ’ বইটি, বইয়ের প্রতিটি অধ্যায়ের উপর নির্মিত PowerPoint Presentation এবং বইয়ে ব্যবহৃত হরফ ও শব্দগুলোর সঠিক উচ্চারণ ডাউনলোড করতে পারেন।

তাছাড়াও, নিচের ভিডিও’র প্লে-লিস্টে রয়েছে শিশুদের কায়দা পড়ানোর বিভিন্ন টেকনিক সম্বলিত বেশ কিছু ভিডিও।

কায়দা মাক্কিয়াহ বইয়ের PowerPoint Presentation ডাউনলোড
কায়দা মাক্কিয়াহ বইয়ের Audio Sound ডাউনলোড
মাদীনা মুসহাফ এবং মাজিদী বা ইন্দো-পাক মুসহাফের মধ্যে পার্থক্য