ছোটবেলায় আমরা মানব দেহ, ফল-ফুল, পশু-পাখি কত কিছুর নাম বাংলা আর ইংরেজীতে এক সাথে মুখস্থ করেছি। এই দুই ভাষার সাথে শুধু আরবীটা জুড়ে দিলে কিন্তু আমাদের কোনো ক্ষতি হত না, বরং বাড়ত ৩ ভাষার উপই দক্ষতা।
আর তাই মাদ্রাসাতুল ইল্ম ‘আস-সীরাত’ প্রকাশনির একটি বই এর সহযোগীতায় তৈরি করেছে ৩ ভাষার শব্দ ভান্ডার।