মাদ্রাসায় আপনার সাদাকাহ ও যাকাত

আমাদের লক্ষ্য
মাদ্রাসাতুল ইলম এ আবেদনের স্বাপেক্ষে গরীব কিন্তু মেধাবী ছাত্র/ছাত্রীদের ভর্তি নেয়া হয়। এরকম বেশকিছু আবাসিক ও অনাবাসিক ছাত্র/ছাত্রী আছে যাদের খরচ আমরা বহন করি। এছাড়া শিক্ষার মান ও প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকি। আল্লাহর পথে ব্যায়কারী দাতাদের সহযোগীতায় আমরা এই খরচগুলো বহন করার চেষ্ঠা করি। আমরা আশা করব আপনিও এই বিশুদ্ধ দ্বীন ও আধুনিক শিক্ষায় শিক্ষিত প্রজন্ম গড়ার ক্ষেত্রে সহযোগী হবেন ইনশাআল্লাহ।
সাদাকাহ ফান্ড
সাদাকাহ ফান্ড টি পরিচালিত হয়ে আসছে আপনাদের মাসিক সাদাকাহ ও বাৎসরিক যাকাত সংগ্রহ করে। আমাদের কাছে সাদাকাহ বা যাকাত প্রেরণের ঠিকানা:
Bank/Type Account Details
IBBL
  • Name: Madrasatul Ilm
  • A/C No: 20506020200185414
  • Branch: Agargaon/ IDB Bhaban
  • Routing No: 125262149
  • Swift Code: IBBLBDDH224
IBBL
  • Name: Khondakar Joynal Abedin/Md. Saiful Islam
  • A/C No: 20501910202485403
  • Branch: Mohakhali Branch
  • Routing No: 125263193
  • Swift Code: IBBLBDDH191
Rocket, Bkash, Nagad
  • 01309 91 43 66
>
আল্লাহ বলেন:
"যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মত, যা উৎপন্ন করল সাতটি শীষ, প্রতিটি শীষে রয়েছে একশ' দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।"
(সূরা আল-বাকারাহ ২:২৬১)