কার্যক্রম

মাদ্রাসাতুল ইলম শিক্ষা কার্যক্রম

ইসলামিক ও জেনারেল শিক্ষার সমন্বয়ে সাজানো শিক্ষা কার্যক্রম

নূরানী, নাযেরা ও হিফয প্রোগ্রাম

বই এর পাশাপাশি দেয়ালে টাঙানো TV Screen এ Powerpoint Presentation ও Video এর মাধ্যমে শিক্ষা দেওয়া হয় আরবী পড়তে পারার যোগ্যতা, যাকে নূরানী শিক্ষা বলা হয়ে থাকে। এ বিষয়ক মাদ্রাসাতুল ইলম এর কিছু Powerpoint Presentation এই সাইট এর Study Materials থেকে ডাউনলোড করতে পারেন।

অনেক হাফিযকেই দেখা যায় কুর্‌আন ভালোভাবে হিফয করলেও তিলাওয়াত ত্রুটিপূর্ণ। আর তাই মাদ্রাসাতুল ইলম এই বিষয়ে বিশেষ নজর দেয়। নূরানী, নাযেরা ও হিফয কার্যক্রম চলমান অবস্থায় সহীহ তিলাওয়াতের জন্য অভিজ্ঞ উস্তাজ দ্বারা নিয়মিত মশক করানো হয়। পাশাপাশি বাচ্চাদের TV Screen এ বিশ্ববিখ্যাত ক্বারী 'আইমান সুয়াইদ' এর তিলাওয়াত শুনিয়ে অনুশীলন করানো হয় নিয়মিত।

এছাড়া আছে সম্পূর্ণ বা আংশিক কুরআন হিফয বা মুখস্থ করার বিশেষ শিক্ষা।

বিশুদ্ধ আকিদাহ শিক্ষা

ইসলামের মৌলিক ও অপরিহার্য জ্ঞান হিসেবে কুরআন ও সুন্নাহর আলোকে সালাফদের বুঝের মত করে শিক্ষার্থীদের শেখানো হয় ইসলামের বুনিয়াদি আকিদাহ। তারা যেন ছোট থেকেই মহান রবকে চিনতে ও মানতে পারে, সুন্নাহর পূর্ণ অনুসারী হয় এবং একজন ভালো মুসলিম হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে এই লক্ষে তাদের জন্য থাকে আমাদের বিশুদ্ধ আকিদাহ শিক্ষা।

আরবী ভাষা শিক্ষা

মাদ্রাসাতুন ইলম এর অন্যতম আকর্ষণ আরবী ভাষা শিক্ষা দান করা। এক্ষেত্রে মাদ্রাসাতুন ইলম এর লক্ষ্য:

  • একজন ত্বলিবুল ইলম যেনো আল-কুর্‌আন মোটামোটি বুঝে মুখস্থ করতে পারে।
  • কুর্‌আন হিফয করার পর যেনো মানুষকে আল-কুর্‌আন দিয়ে নাসীহাহ (উপদেশ) দিতে পারে।
  • পরবর্তী উচ্চশিক্ষায় যেনো মাদ্রাসাতুল ইলম এর ত্বলিবুল ইলম অনেকটা এগিয়ে থাকে।

কুর্‌আন হিফয এর পাশাপাশি অভিজ্ঞ শিক্ষক দ্বারা এই কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এক্ষেত্রে আধুনিক ভাষা কারিকুলাম 'লিন-নাশিঈন' পাঠ দান করা হয়ে থাকে। তাছাড়াও ত্বলিবুল ইলমদের শিখানো হয় অনেক আরবী শব্দ। এক্ষেত্রে ব্যবহার করা হয় উন্নত বই ও Powerpoint Presentation। এ বিষয়ক মাদ্রাসাতুন ইলম এর কিছু Powerpoint Presentation এই সাইট এর Study Materials থেকে ডাউনলোড করতে পারেন।

জেনারেল স্কুলিং

কুর্‌আন হিফয শেষে কোনো ত্বলিবুল ইলম যেনো দ্বীনি বা সাধারণ শিক্ষার যে কোনো ক্ষেত্রে যোগদান করতে পারে, তাই হিফয কার্যক্রমের পাশাপাশি চলে এই সাধারণ শিক্ষা কার্যক্রম। মাদ্রাসাতুল ইলম এ ক্ষেত্রে সংশোধিত জাতীয় এবতেদায়ী কারিকুলাম অনুসরণ করে থাকে। অভিজ্ঞ শিক্ষক দ্বারা এ কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।

হাদিস মুখস্থকরণ

মাদরাসাতুল ইলমের কারিকুলামে অন্তর্ভূক্ত আছ নিজস্ব সহীহ হাদিস সংকলন সম্বলিত বই থেকে ২০০ এরও বেশি হাদিস মুখস্থ করার ব্যবস্থা।

আফটার স্কুল প্রোগ্রাম

অন্যান্য স্কুল পড়ুয়া ছাত্ররা মাদ্রাসাতুল ইলম এ এসে কুর্‌আন তিলাওয়াত ও আরবী ভাষা শিক্ষা করতে পারবে।