পরিচিতি

মাদরাসাতুল ইলম সম্পর্কে

প্রতিষ্ঠিত: ২০১৯ সাল

মাদরাসাতুল ইলম প্রতিষ্ঠিত হয়েছে এক মহান উদ্দেশ্য নিয়ে — যেন আমাদের সন্তানরা শুরু থেকেই বিশুদ্ধ আকিদা ও সঠিক দ্বীনি জ্ঞান অর্জন করে। এখানে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার পাশাপাশি দ্বীনের মৌলিক বিষয়াদি শিখবে, কুরআন হিফয করবে, আরবি ভাষা শিখবে, যাতে তারা আল্লাহর কালাম কুরআনুল কারীম গভীরভাবে বুঝে আমল করতে পারে।

كِتَابٌ أَنْزَلْنَاهُ إِلَيْكَ مُبَارَكٌ لِيَدَّبَّرُوا آيَاتِهِ وَلِيَتَذَكَّرَ أُولُو الْأَلْبَابِ

"এক মুবারক কিতাব, এটা আমরা আপনার প্রতি নাযিল করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ গভীরভাবে চিন্তা করে এবং যাতে বোধশক্তিসম্পন্ন ব্যক্তিরা গ্রহণ করে উপদেশ।"

(সুরা সাদ: ২৯)

আমাদের শিক্ষার্থীরা ২০০+ বিশুদ্ধ হাদীস মুখস্থ করবে এবং দ্বীনের মৌলিক বিষয়গুলো শিখে একজন নৈতিক ও সৎ মানুষ হিসেবে গড়ে উঠবে। সাথে থাকবে আধুনিক শিক্ষার সমন্বয় — বাংলা, ইংরেজি ও গণিত ও বিজ্ঞানে সমান গুরুত্ব দেওয়া হয়, যাতে তারা সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে।

আমরা বিশ্বাস করি — ভালো শিক্ষকই পারে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে। তাই অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষকদের মাধ্যমে আমরা শিক্ষা দিচ্ছি সহজভাবে, সবার নাগালের মধ্যে।

শুধু শিশুদের জন্য নয় — অভিভাবক ও বয়স্কদের জন্যও আমাদের রয়েছে দ্বীনি হালাকা। এর মাধ্যমে সমাজে বিশুদ্ধ দ্বীনের প্রচার ও প্রসার, নৈতিকতার পুনর্জাগরণ এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ পরিবার ও সমাজ গঠনের প্রচেষ্টা অব্যাহত আছে।

আমাদের লক্ষ্য: দ্বীন ও দুনিয়ার সমন্বয়ে আলোকিত প্রজন্ম গড়ে তোলা