মাদরাসাতুল ইল্ম মূলত একটি হিফয মাদ্রাসা। তবে ‘হিফয’ শুরু করার পূর্বেই
প্রতিটি ছাত্র/ছাত্রীকে একই সাথে দুটি পাঠ্যক্রম সফলভাবে সমাপ্ত করতে হয়।
পাঠ্যক্রম দুটির একটি হচ্ছে: দ্বীনিয়াত শিক্ষা পাঠ্যক্রম, এবং অপরটি:
সাধারণ শিক্ষা পাঠ্যক্রম।
দ্বীনিয়াত শিক্ষা পাঠ্যক্রম
-
“শুধু কুর্আন হিফয-ই নয়, শিশু বয়স-ই দ্বীনের মৌলিক জ্ঞান অর্জনের
উপযুক্ত সময়” এই পটভূমিতেই রচিত ‘মাদরাসাতুল ইলম’ এর ‘দ্বীনিয়াত শিক্ষা
পাঠ্যক্রম’;
-
‘দ্বীনিয়াত লেভেল-শিশু’ থেকে শুরু করে ‘দ্বীনিয়াত লেভেল-৫’ পর্যন্ত মোট
ছয়টি শ্রেণী এই পাঠ্যক্রমের আওতাভুক্ত;
-
কার্যক্রমটি মূলত ‘নূরানি ও নাযেরা’ বিভাগের ছাত্র/ছাত্রীদের জন্য
প্রযোজ্য;
-
দ্বীনিয়াত পাঠ্যক্রমের মাধ্যমে একজন ছাত্র/ছাত্রী যা যা অর্জন করবে (ইন
শা-আল্লাহ)-
- শেষ দুই পারা কুর্আন হিফয
- ২০০ ছোট ছোট ও ছন্দময় হাদীস হিফয
-
‘হিসনুল মুসলিম’ থেকে প্রয়োজনীয় বেশ কিছু দু’আ হিফয
- আক্বীদাহ, আদব ও ফিকহ এর জরূরী কিছু জ্ঞান
- আরবী ভাষার উপর প্রাথমিক দক্ষতা
-
একজন ছাত্র/ছাত্রী ‘দ্বীনিয়াত লেভেল-৩’ সফলভাবে সমাপ্ত করার পর
‘দ্বীনিয়াত লেভেল-হিফয’ এ উত্তীর্ণ হতে পারবে;
-
শিক্ষক নিজস্ব দ্বীনি চেতনার আলোকে দ্বীন শিক্ষাকে মুখস্থ নির্ভর না
করে প্রয়োগিকভাবে ছাত্র/ছাত্রীর কাছে পাঠ উপস্থাপন করবেন, এ-ই
‘মাদরাসাতুল ইলম’ এর প্রত্যাশা।