ছবি দেখে আরবী শব্দ শেখা

ছোটবেলায় আমরা মানব দেহ, ফল-ফুল, পশু-পাখি কত কিছুর নাম বাংলা আর ইংরেজীতে এক সাথে মুখস্থ করেছি। এই দুই ভাষার সাথে শুধু আরবীটা জুড়ে দিলে কিন্তু আমাদের কোনো ক্ষতি হত না, বরং বাড়ত ৩ ভাষার উপই দক্ষতা।

আর তাই মাদ্রাসাতুল ইল্‌ম প্রেসেন্টেশন আকারে (ছবি সহ) তৈরি করেছে ৩ ভাষার শব্দ ভান্ডার। ৩ ভাষা বললেও বেশিরভাগ প্রেসেন্টেশনেই বাংলা শব্দ ব্যবহার করা হয় নি। কারণ, এটা ছবি দেখেই বোঝা যায়।

বাংলা ব্যবহার না করার আরেকটা কারণ, অনেকেই বাচ্চাকে এভাবে পড়ান, " قِطٌّমানে বিড়াল", যা আসলে ভাষা শেখার সঠিক পদ্ধতি নয়। বরং, একটা বিড়ালের ছবি দেখিয়ে বলা যেতে পারে, "هٰذَا قِطٌّ"।

এভাবে প্রশ্নও করা যেতে পারে, "مَا هَذَا؟"। তাহলেই বাচ্চারা প্রয়োজনীয় শব্দগুলো আরবী ভাষাতেই আলাদা আলাদা ভাবে শিখবে, ইন শা আল্লাহ।