আরবী বর্ণ চিনি ও আরবী পড়তে শিখি (কায়দা মাক্কিয়াহ'র প্রেসেন্টেশন)

কুরআন পড়তে শেখাতে যে বইটি শুরুতেই শিশুর হাতে তুলে দিতে হয়, তা হচ্ছে, ‘কায়দা বই’।‘মাদ্রাসাতুল ইল্‌ম’ এক্ষেত্রে ‘কায়দা মাক্কিয়াহ’ নামক কায়দা বইটি ব্যবহার করে থাকে। ‘মাদানী ছাপার মুসহাফ’টি পড়তে এই কায়দা বইটি বিশেষভাবে উপযোগী। এই পেইজ থেকে ‘কায়দা মাক্কিয়াহ’ বইটি এবং এর প্রতিটি অধ্যায়ের উপর নির্মিত প্রেসেন্টেশন ডাউনলোড করতে পারেন।

তাছাড়াও, নিচের ভিডিও’র প্লে-লিস্টে রয়েছে শিশুদের কায়দা পড়ানোর বিভিন্ন টেকনিক সম্বলিত বেশ কিছু ভিডিও।

মাদীনা মুসহাফ এবং মাজিদী বা ইন্দো-পাক মুসহাফের মধ্যে পার্থক্য