আনিস সাহেব প্রতিদিন বাচ্চাকে ‘কায়দা’ পড়ান। অনেক কষ্টে একসময় শিখিয়ে ফেললেন ২৯ টি আরবী বর্ণ। একদিন সূরা ‘ফীল’ পড়ছিলেন আনিস সাহেব। বাচ্চাকে فيل (ফীল- হাতি) শব্দটি দেখিয়ে বললেন, “দেখেছ বাবা, ف, ي আর ل মিলে হয়েছে فيل।”
বাচ্চা জবাব দেয়, “আব্বু, আমি তো فيل শব্দের মাঝে ي আর ف খোঁজে পাচ্ছি না!”
সমস্যাটা কোথায় বোঝতে পারলেন আনিস সাহেব। আরবী বর্ণের স্বতন্ত্র রূপ ছাড়াও শব্দের শুরু, মাঝে ও শেষের জন্য রয়েছে আরো ৩টি রূপ। অর্থাৎ, এক হরফের মোট ৪টি ডাইমেনশন (4D)।
এবার বাচ্চাকে আবার ২৯ টি আরবী বর্ণ শিখালেন 4D হরফ দিয়ে।
“দেখো বাবা, এটা হচ্ছে ي। ব্লকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখ, নিচে দুই নুকতাওয়ালা ৪টা হরফ-ই ي।”
“হ্যা আব্বু, ف কোনটা সেটাও আমি শিখে গিয়েছি। একটা গোল্লার উপর এক নুকতাওয়ালা সবই ف।” হাতে একটি 4D ف দেখিয়ে আব্বুকে বলে।
“ঠিক, এবার তাহলে ف, ي আর ل তিনটি হরফ এর লেজে-লেজে কানেকশন দিয়ে فيل বানাও তো।”
মূল্য: ৪৩০ টাকা (প্রাইস ফ্লেক্সিবল, কেউ কম দিতে চাইলে মাদ্রাসা কম প্রফিট করবে।)
হোম ডেলিভারি: ১০০ টাকা বা তার কম (দূরত্ব বুঝে)।
টাকা পাঠানোর জন্য:
যোগাযোগ: WhatsApp & Call: 01914-723676
Mail: [email protected]